ড.শামছুল হক ভূঁইয়া এম পি ফরিদগঞ্জের হাজী সেলিম কিন্ডার গার্টেন এন্ড উচ্চ বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়ে সমগ্র আলেম সমাজকে সম্মানিত করেছেন। বাংলাদেশ আমাদের সবার,যাঁর দ্বারা দেশ আজ উন্নতির শিখরে আরোহণ করছে তাঁর প্রতি আস্থা রাখুন। আমাদের প্রিয় নবীজির বিদায় হজ্বের বাণী পড়লে দেখবেন সেখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ’
সোমবার (১ মে) দুপুরে ফরিদগঞ্জের হাজী সেলিম কিন্ডার গার্টেন এন্ড উচ্চ বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক রফিকুল আমিন কাজল, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন, চেয়ারম্যান হাসান আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী সেলিমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মো.তাফাজ্জল হোসেন বাচ্চু, যুবলীগের আহ্বায়ক মো.বিল্লাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক হাজী শফিকুর রহমান,মহিউদ্দিন ইরান, সদস্য ইসমাইল হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো.মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম সুজন প্রমুখ।
প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ৪: ০০ পিএম, ২ মে ২০১৭, মঙ্গলবার
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur