চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে মেঘনা নদীর মোহনা এলাকায় যাত্রীবাহী লঞ্চ ‘এমভি রাজদূত-৭’ থেকে ১৮শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার রাতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এইচ রশিদের নেতৃত্বে একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।
পরে মঙ্গলবার সকালে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের স্টেশন কমান্ডার অঃ লেফটেন্যান্ট এম এইচ রশিদ, (কম), বিএন বলেন, নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
|| আপডেট: ০৩:৪০ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur