চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া শনিবার (২৮ জানুয়ারি) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক নুরুল আমিন ভূঁইয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. ওবায়দুর রহমান সরকার, সিনিয়র শিক্ষক আবদুর রহমান খান, মো. আবদুর রশিদ খান, মো. ইসমাইল প্রধানিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তাজুল ইসলাম, ক্রীড়া শিক্ষক নাজির আহম্মেদ, সাবেক ক্রীড়া শিক্ষক মো. আবদুস সাত্তার, মো. নুরুল ইসলাম, রতনা রানী সরকার, মনি রানী পাল, সুলতানা আক্তার, রতনা রানী রায়(গ্রন্থকারিক), রোকেয়া আক্তার, সঞ্জয় দাস, মো. মোফাজ্জল হোসেন, নির্মিতা রানী, দিপা রানী সরকার, মাহমুদা আব্বাস, অফিস সহকারী জয়নাল আবেদিন, সাইফুল আলমসহ অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের ছাত্রবৃন্দ।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারী কলেজ জামে মসজিদের খতিব আলহাজ্ব নিজামুল হক। পরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত, খতমে ইউনুছ পাঠ, হামদ ও নাতে রাসুল পাঠ করা হয়।
প্রতিবেদ-কবির হোসেন মিজি
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ৪০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭ শনিবার
এইউ