চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা বুধবার (২৯ মার্চ) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জিল্লুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা নাছিমা আক্তারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য জোবায়ের হোসেন, পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন মোল্লা, বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মনির হোসেন, তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী, বিতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসমাইল ভূইয়া ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ওয়ালী উল্যাহ সরকার। বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইউনুছ মুন্সি, সাবেক ইউপি সদস্য শাহজাহান মোল্লা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেন, নাছিমা আক্তার, যুবলীগ নেতা ওমর ফারুক প্রমুখ।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ০৮: ৪০ পিএম, ২৯ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur