কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বিতারা ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও ওই মাদ্রাসার আলিম ও ফাজিল শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরন ও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পুরষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদুল আযহার পরদিন মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে এ আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিতি হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করেন বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লি. এর ডাইরেক্টর ও বিশিষ্ট সমাজসেবক মো. রফিকুল ইসলাম রনি।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ মো: মুসলিম মোল্লা’র সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মো. শাহ আলম প্রধানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের ফার্মাসিটিক্যাল কেমিষ্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান, বিতারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. মনির হোসন, উপাধ্যক্ষ মো. রেদওয়ানুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেন্ট কালেক্টর (ইনচার্জ) মো. সাজেদুল হাসান কামাল,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরকার জহির রায়হান, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য সোহেল মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মতিন মোল্লা, সাবেক শিক্ষার্থী আবু তাহের মেজবাহ প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডাইরেক্টর, কচুয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম রনির অর্থায়নে মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপহার সামগ্রী বিতরন করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ জুন ২০২৪