কচুয়া উপজেলার বৃহত্তম বিতারা ইউনিয়ন (পূর্ব) অংশের এহছানুল হক মিলন সমর্থিত বিএনপি’র সভাপতি মনোনীত হলেন, প্রবীন বিএনপি নেতা ডা. মো. আনিছুর রহমান মিয়াজী। মঙ্গলবার রাতে নেতাকর্মীদের উপস্থিতিতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কমিটি ঘোষণা দেন।
ডা. মো. আনিছুর রহমান মিয়াজী এর আগে এই ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও বৃহত্তম বিতারা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাক্তি জীবনে তিনি দলকে ভালোবেসে তার পুরো জীবন দল ও দলের মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি বলেন, বিগত প্রায় ৪০বছর ধরে বিএনপি ও দলের মানুষের জন্য কাজ করেছি। উত্তর বিতারা মসজিদ মার্কেট সংলগ্ন মা মনি ফার্মেসী দিয়ে জীবিকা নির্বাহের মাধ্যমে অর্জিত অর্থ দল ও মানুষের কল্যাণে ব্যায় করেছি। বিনিময়ে দল থেকে কিছুই পাইনি। শেষ জীবনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ভাই ও দলের শীর্ষ নেতাকর্মীরা উপহার স্বরূপ আমাকে বিতারা প‚র্ব ইউনিয়ন বিএনপি’র সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করবো দল ও মানুষের ভালোবাসা অর্জনের মাধ্যমে এলাকার উন্নয়ন ও সাধারন মানুষের কল্যাণে কাজ করে যেতে। পাশপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিতারা তথা বিতারা প‚র্ব ইউনিয়নের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে সর্বোচ্চ উপহার দিয়ে আবারো সংসদ সদস্য নির্বাচিত করবো।
কচুয়া প্রতিনিধি/ ৮ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur