চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাইছারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়ার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক মিঞা মো. নিজামের সঞ্চালনায় ১ম অধিবেশনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিজান সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. আলী আজগর,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ সরকার,সাধারন সম্পাদক আবুল বাসার প্রধান,উপজেলা যুবলীগের সদস্য শাহআলম প্রধান,ইউপি সদস্য রুহুল আমিন,সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক প্রধান,আওয়ামী লীগ নেতা তকদির হোসেন প্রধান,মোশাররফ সরকার সহ আরো অনেকে।
২য় অধিবেশনে নেতাকর্মীদের প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সভাপতি হিসেবে ওসমান গনি প্রধান,সাধারন সম্পাদক জাকির হোসেন ও গাজী শাখাওয়াত হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur