বিতারায় নৌকার প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী ড. সেলিম মাহমুদকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বিতারা পুরাতন ইউপি কার্যালয়ের সামনে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা করা হয়।

ইতালি নেপালী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক সফিকুল ইসলাম সফিকের (ইতালি সফিকের) সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মো: শাহআলম প্রধানের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোসলেম মোল্লা, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ওয়ালী উল্যাহ সরকার, বিল্লাল হোসেন মোল্লা, কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, ইউপি সদস্য মো: ইউনুছ মুন্সী, আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা আব্দুল মোতালেব, মিজানুর রহমান মিয়াজী, যুবলীগ নেতা গাজী বশীর আহমেদ ও ছাত্রলীগ নেতা রবিউল্লাহ রবি। এসময় নেতাকর্মীরা এক ও অভিন্ন হয়ে ৭ জানুয়ারী ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ ডিসেম্বর ২০২৩

Share