আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন সিটি নির্বাচনে আমরা স্বচ্ছ ও ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছি। এ দাবি বিএনপি করতে পারবে না। ভয়মুক্ত, স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা বিতর্কমুক্ত নির্বাচন করতে চাই।’ গতকাল সোমবার বিকেলে কৃষক লীগের স্বাস্থ্যসেবা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রার্থীদের ইমেজ সংকট নেই। জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। নীতিগতভাবে আমরা ইভিএমের পক্ষে। কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে, ইভিএম রাখবে না সেটা তাদের বিষয়। প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, নির্বাচন নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে। সরকার সব ধরনের সহযোগিতা করবে। রেজাল্ট যেটাই হোক সরকারি দল মেনে নেবে। প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত নির্বাচন করতে চাই না। নির্বাচনী প্রচার অভিযানে আমাদের প্রার্থীদের ওপর হামলা হয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সমস্যা হচ্ছে, বিএনপি একটা নালিশ আর অভিযোগের দলে পরিণত হয়েছে। তারা নির্বাচনের ফল গণনার শেষ পর্যন্ত বলতে থাকে নির্বাচনে জালিয়াতি হয়েছে কারচুপি হয়েছে, পক্ষপাতযুক্ত নির্বাচন হয়েছে। এসব অবান্তর অভিযোগ তারা সিলেট সিটি নির্বাচনেও দিয়েছে, পরে দেখা গেল তারা জিতেছে। শেষ পর্যন্ত তারা বলতে থাকবে, এটা তাদের পুরনো অভ্যাস। তাদের অভয় দিলেও বলবে, তারা নিজেরাই ভয়ের মধ্যে থাকে।’
কৃষক লীগের নবনির্বাচিত কমিটির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিতর্কিত কোনো লোক কৃষক লীগের কমিটিতে যেন স্থান না পায়। অনেকে কৃষক লীগের ধারেকাছেও নেই, অথচ কৃষক লীগের পরিচয় দেয়। এটা যেন ভবিষ্যতে না হয়। কৃষকের কর্মক্ষেত্রে নেই এমন ব্যক্তিদের কৃষক লীগের কমিটিতে যেন স্থান দেওয়া না হয়।’
ঢাকা ব্যুরো চীফ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur