মতলব দক্ষিণে লুঙ্গি,শাড়ী ও খাদ্য সামগ্রী বিতরণ

মতলব দক্ষিণে পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে অসহায় পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা, খাবার, লুঙ্গি ও শাড়ী কাপড় বিতরণ করেন পৌর আওয়ামী যুবলীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এবং বাংলাদেশ আওয়ামী চেয়ারম্যান শেখ ফজলে শামস পরেশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও জেলা যুবলীগের পরামর্শে ৪ মে মতলব পৌর আওয়ামী যুবলীগের উদ্যেগে দলীয় কার্যালয়ের সামনে গরীব ও অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান রোকনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সরকার,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক চন্দন শাহ,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার ঘোষ,জেলা যুবলীগের সদস্য বাদল নন্দী, কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, পৌর যুবলীগের সহ- সভাপতি রিপন পাটোয়ারী,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু সাহা প্রমুখ।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের ইমাম মাওলানা খোরশেদ আলম।এসময় উপজলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, এম এ আজিজ বাবুল,আওয়ামী লীগ নেতা কালাম মিজী,লোকমান হোসেন বাবুল,যুবলীগের যুগ্ম আহবায়ক আল এমরান চৌধুরী, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, মহিলা কাউন্সিলরবৃন্দসহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃমাহফুজ মল্লিক

Share