আগামী ১৯ জুলাই (শুক্রবার) বিডি ক্লিন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক সম্মেলন এবং চট্টগ্রাম বিভাগের অধীনস্থ ১১ টি জেলার জেলা সমন্বয়ক নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় বিডি ক্লিন চাঁদপুর জেলার জেলা সমন্বয়ক নির্বাচন একই দিন চট্টগ্রামের আইনজীবি এনেক্স ভবন-১ এর অডিটোরিয়াম এ অনুষ্ঠিত হবে।
উক্ত বিডি ক্লিন চাঁদপুর জেলার জেলা সমন্বয়ক পদে গত ২-৪ জুলাই মোট ৪জন প্রার্থী মনোনয়নপত্র বিডি ক্লিন চট্টগ্রাম এর প্রধান কমিশনার বরাবর জমা দিয়েছেন। গত ৭ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। বিডি ক্লিন চাঁদপুর এর জেলা সমন্বয়ক পদপ্রার্থীরা হচ্ছেন, বিডি ক্লিন কচুয়ার উপ-সমন্বয়ক মোহাম্মদ বোরহান মিয়াজী (কদম ফুল), বিডি ক্লিন কচুয়ার উপজেলা সমন্বয়ক এহসানুল হক শরীফ (সূর্যমূখী ফুল), বিডি ক্লিন কচুয়ার সমন্বয়ক আইটি এন্ড মিডিয়া নাফিসুর রহমান তামিম (গোলাপ ফুল), বিডি ক্লিন চাঁদপুর সদরের সমন্বয়ক লজিস্টিক্স আলামিন ফাহিম (জবা ফুল)।
গত ১৫ জুলাই থেকে ১৭ জুলাই নির্বাচনী প্রচারণা এবং ১৯ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিডি ক্লিন এ্যাপস এ সর্ম্পণ ডিজিটাল মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজ নিজ জেলা সমন্বয়ক নির্বাচিত করবেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ জুলাই ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur