চাঁদপুর

বিডি ক্লিন এর ঝাঁক তরুণ-তরুণীর কার্যক্রম পরিচালনা

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক ঝাঁক তরুণ-তরুণী বিডি ক্লিন এর কার্যক্রম শুরু হয়েছে। এতে ৭ উপজেলার ৫০ জন স্কুল-কলেজের শিক্ষার্থী ব্যক্তিগত উদ্যোগে ও স্বপ্রণোদিতভাবে বিডি ক্লিন ২৬ জানুয়ারি মঙ্গরবার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক কার্য়লয়ে এর কার্যক্রম শুরু করে।

তথ্য ও যোগাযোগ মিডিয়া পার্সন নাজমা নিহা জানান, সারা বাংলাদেশে বিডি ক্লিনের এর কার্যক্রম ১৬ মার্চ ২০১৬ সালে ঢাকায় এর কার্য ক্শুরম শুরুর হয়। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুরের সাত উপজেলায় এর কার্যক্রম শুরু করে।

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় নিজের শহরকে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো এ অঙ্গীকারে বিভিন্ন কার্যক্রম শুরু করে বিডি ক্লিন বেসরকারি সংস্থাটি। চাঁদপুরের সব
উপজেলায় ১৭৫ জন স্বেচ্ছাসেবক রয়েছেন । তারা সবাই কলেজের ছাত্র। এটি একটি অরাজনৈতিক সংগঠন। ‘সুন্দর বাংলাদেশ উপহার দেয়া’এর প্রধান লক্ষ্য ও কাজ । মানুষকে সচেতন করতে আজকের এ ধরনের উদ্যোগ গ্রহণ করে বলে নাজমা নিহা জানান। সারা দেশে প্রায় ১ লাখ এ রকম স্বেচ্ছাসেবি রয়েছে।

আবদুল গনি , ২৬ জানুয়ারি ২০২১

Share