বন্দরনগরী চট্টগ্রামের শীর্ষস্থানীয় পাঁচ মিডিয়া এবং আইটি ব্যক্তিত্বকে নিয়ে গত ২৯ জুন রাত ৯টায় বিডিঅ্যাপস টকস শিরোনামে অনুষ্ঠিত হলো একটি ওয়েবিনার । এটি একযোগে দেখা গিয়েছে বিডিঅ্যাপস, চিটাগাং লাইভ এবং সিপ্লাসটিভি এর ফেসবুক পেইজে।
বিডিঅ্যাপস এর বিজনেস এনগেজমেন্ট লিড মুহাম্মাদ আলতামিশ নাবিল এর সঞ্চালনায় এই শোটিতে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপ্লাস টিভির কর্ণধার আলমগীর অপু, দৈনিক আজাদির অনলাইন হেড প্রবীর বড়ুয়া, চিটাগাং লাইভ এর কর্ণধার সাবের শাহ, কার্সর বিডির সিইও শহিদুল ইসলাম এবং সিনক্রোনাইস লিমিটেডের সিইও জাহিদুল আলম রুদ্র।
স্থানীয় ডেভলপারদের মনিটাইজেশন সুবিধা প্রদানকারী প্লাটফর্ম বিডিঅ্যাপস এর আয়োজনে ওয়েবিনারটিতে চট্টগ্রামের মিডিয়া ও আইসিটি ব্যবসার বর্তমান পরিস্থিতি সহ আলোচনা করা হয় ভবিষ্যত সম্ভাবনা নিয়ে। আলোচনায় আরো উঠে আসে চট্টগ্রামের আইসিটি প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফোরাম তৈরি, চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের বিষয়বস্তুকে মিডিয়ায় যথাযথ প্রদর্শন সংরক্ষণ এর মতো গুরুত্বপূর্ণ সব বিষয়।
বার্তা কক্ষ, ২৯ জুন ২০২০