মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার- এ স্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় ফরিদগঞ্জ থানার উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস জঙ্গিবাদ, ইভটিজিং বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন শনিবার উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের মুন্সীরহাট জিএন্ডএ আলী উচ্চারণ বিদ্যালয় মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। মুন্সীরহাট জিএন্ডএ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামসুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুন্সীরহাট আই এইচ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোরশেদ আলম, ৪ নং বিট এর দায়িত্বপ্রাপ্ত অফিসার মো. জামাল হোসেন, ৪ নং সুবিদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রাথর্ী মো. পারভেজ আহাম্মেদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোশারফ হোসেন মিলন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোহাম্মদ শহিদ হোসেন বলেন, একটা দেশের উন্নয়নের পূর্বশর্ত আইন-শৃঙ্খলার উন্নয়ন। আইন-শৃঙ্খলার উন্নয়ন করতে গিয়ে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীরা যেন তাদের সমস্যার কথা পুলিশের কাছে সরাসরি খুলে বলতে পারেন, তার জন্য প্রতিটি থানায় আলাদাভাবে নারী ও শিশু ডেস্ক খোলা হয়েছে।
তিনি বলেন, নির্যাতিতাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে। পুলিশ হচ্ছে প্রথম বিচারক, পুলিশ নিরলসভাবে কাজ করছে নারী নির্যাতন রোধে।
তিনি আরও বলেন, সবার কাছে অনুরোধ, আপনার শিশুটি কোথায় যাচ্ছে, কার কাছে রেখে যাচ্ছেন তা অবশ্যই খেয়াল রাখবেন। ধর্ষণবিরোধী সচেতনতা পরিবার থেকেই শুরু করতে হবে। যেকোনো ধরনের খারাপ পরিস্থিতি দেখলে অবশ্যই থানা-পুলিশকে অবগত করবেন অথবা ৯৯৯-এ কল দেবেন।
এ ছাড়া ধর্ষণের শাস্তি যেমন মৃত্যুদণ্ড, তাই বলে কেউ মিথ্যা মামলা করবেন না। মিথ্যা মামলা করলে শাস্তি সাত বছরের জেল। আপনাদের যেকোনো সমস্যায় ফরিদগঞ্জ থানা-পুলিশ আপনাদের পাশে আছে। আইনের শাসন বাস্তবায়নে প্রয়োজন সুশাসন। সুশাসন নিশ্চিত করতে দরকার পুলিশ বাহিনী।
একইদিন উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৮ টি বিটে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকঃ শিমুল হাছান,২৬ জুন ২০২১