চাঁদপুরের হাজীগঞ্জে আগামি ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিতব্যের লক্ষে বিট পুলিশিং সভা অব্যাহত রেখেছে প্রশাসন।
২১ ডিসেম্বর বিকালে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের সকল চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নিয়ে মাতৈইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিট পুলিশিং সভায় মিলিত হয়।
বিট সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ (পিপিএম) বার।
এ সময় প্রধান অতিথি বলেন, আগামি নির্বাচনে কোন প্রকার সহিংসতা যেন প্রার্থীরা না করতে পারে তার জন্য প্রশাসন মাঠে রয়েছে। যারা বহিরাগত লোক এলাকায় আনবেন তাদেরকে আইনের আওতায় এনে প্রতিহত করা হবে। ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা হবে যেন ভোটারদের ভোট দিতে কোন প্রকার সমস্যা পড়তে না হয়।
সদর ইউনিয়ন বিট পুলিশিং শাখার প্রধান এস আই জয়নাল আবেদীনের সঞ্চালনা বক্তব্য রাখেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকার মনোনীত প্রার্থী সফিকুল ইসলাম মীরসহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বারবৃন্দ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২১ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur