চাঁদপুরের ফরিদগঞ্জ মুক্ত দিবসেই শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা বিজয় মেলা। ১১ অক্টোবর সোমবার ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে সভায় সকলের সম্মিতির ভিত্তিতে কোভিড-১৯ করোনার কারণে সার্বিক দিক বিবেচনা করে স্বাস্থ্য বিধি মেনে আগামী ২৫ নভেম্বর হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত, মোট ২১ দিনব্যাপী ফরিদগঞ্জ পৌরসভা মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলা করার সিদ্ধান্ত হয়।
এই সময় সভায় বক্তব্য রাখেন মেলা উদযাপন পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা কমাণ্ডাার সহিদ উল্যা তপদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার সরোয়ার হোসেন, এম আলী আহম্মেদ, সফর আলী, পৌর ডেপুটি কমাণ্ডার আব্দুস সামাদ, মোঃ হাসান আলী, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান মিটু, সাইফুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি হাসান রাজা পাটওয়ারী, সাধারন সম্পাদক কামাল মিজি, প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, পৌরসভার প্যানেল মেয়র আব্দুর মান্নান পরান, কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, আবুল হাসেম প্রমূখ।
প্রতিবেদক: শিমুল হাছান