মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ কাহিনী নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসিচিব ও যুদ্ধকালীন নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ মজুদার।
তিনি তার স্মৃতিচারনে বলেন, আমরা ট্রেণিং করি ভারতের ঐতিহাসিক পলাশীর অম্র কানন মাঠে। আমি যেহেতু নৌ কমান্ডো ছিলাম তাই জল পথের ট্রেনিং করেছি পলাশী মাঠের পাশে দিয়ে বয়ে চলা ঐতিহাসিক ভাগীরতী নদীতে। আমাদের যে মাইন দেওয়া হয়েছিল যার ওজন ছিল ৫ কেজি। ভারতীয় নৌবাহিনী চেকোস্লোভাকিয়া থেকে জাহাজ বিধংসী মাইন আনে। আমরা ইন্ডিয়ান নৌ বাহিনীর আন্ডারে ছিলাম, আমাদের কোন সেক্টর কমান্ডার ছিল না। আমাদেরকে বলা হতো নেভেল কমান্ডো। আমরা গোপনীয় বাহিনী হওয়ায় আমাদের যুদ্ধের ইতিহাসও গোপন রয়ে গেছে।
তিনি আরো বলেন, আমাদের বিভিন্ন ধরনের গানের কথা বলা হয়েছিল। সে নিদিষ্ট গানের কথাগুলো শুনে আমরা একই সময়ে চারটি স্থানে আক্রমন করেছিলাম। অপারেশন জেকপট নামে খ্যাত আমাদের সে হামলা। ভারতের কলকাতার রেডিও স্টেশন থেকে প্রচারিত গানের মধ্য দিয়ে আপারেশন চালানোর সময় নির্ধারন করা হতো।
প্রধানমন্ত্রী যতদিন আছেন মুক্তিযোদ্ধারা সকল সম্মান পেয়ে যাবেন আমার বিশ্বাস। উপর আল্লাহ ওনাকে দীর্ঘ আয়ূ দান করুন।
সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠানের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টারের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সোহেব আলী।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ ডিসেম্বর ২০২১