পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মেয়র মো.মাহফুজুল হক বলেন,‘দলের স্বার্থে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ব্যক্তি নয়,নৌকার বিজয়ে সকল প্রার্থীকে এক মঞ্চে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আজকের এ শোককে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।’
ফরিদগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে পৌরসভার মাঠ স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে পৌর মেয়র মাহফুজুল হক এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করে বিভিন্ন দেশে পালিয়ে যায়। আজকের এ আলোচনা সভা থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে।’
র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পৌরসভা মাঠে মিলিত হয়ে পৌর মেয়রসহ পৌর আ’লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
পৌর আ’লীগের সভাপতি মো.মোতাহার হোসেন রতনের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নান্নু গাজীর পরিচলানায় বক্তব্য রাখেন পৌর আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওহিদুর রহমান পাটওয়ারী, প্যানেল মেয়র মো.খলিলুর রহমান,মোহাম্মদ হোসেন, ছাত্রলীগের সভাপতি খাজে আহম্মদ, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সউদ,বাজার ব্যববসায়ী কমিটির আহ্বায়ক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুর রহমান পাটওয়ারী,সাবেক ছাত্রলীগ নেতা ও রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন।
আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আ’লীগের সভাপতি হাজী মুকবুল আহম্মদ,সাধারণ সম্পাদক সুমন,ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুল ওহাব তপদার,সাধারণ সম্পাদক এমরান হোসেন মিয়াজী,সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন,ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক এমরান হোসেন মিঝি, সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পন্ডিত,সভাপতি আলী হায়দার পাঠান টিপু,সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী,সভাপতি হান্নান বাবুল পাটওয়ারী,সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ আলম আয়াত,হেলাল উদ্দিন আহম্মেদ,জাহিদ হোসেন,বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রাসেদ হোসেন,সাধারণ সম্পাদক মো.মহিউদ্দিন রিমন প্রমুখ।
প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
আপডেট,বাংলাদেশ সময় ৮:১০ পিএম,১৫ আগস্ট ২০১৭,মঙ্গলবার
এজি