Home / চাঁদপুর / চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত
বিজয়

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

চাঁদপুর জেলার সর্বত্র যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধা-ভালোবাসায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি উপজেলায় ব্যাপক কর্মসূচি পালন করা হয়। ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ এর পাদদেশে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়।

একই সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকার’ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমেই সদর আসনের সাংসদ ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদের নেতৃত্বে পুলিশ বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটি চাঁদপুর, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারি দুলালের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, পৌরসভার মেয়রে মো. জিল্লুর রহমান জুয়েলের নেতৃত্বে পৌর পরিষদ পুষ্পস্তবক প্রদান করেন। এছাড়াও নৌ পুলিশ, পিবিআই চাঁদপুর জেলা, সিআইডি চাঁদপুর জেলা, চাঁদপুর রেলওয়ে থানা, প্রেসক্লাব চাঁদপুর, সিভিল সার্জন চাঁদপুর, চেয়ারম্যান জেলা পরিষদ চাঁদপুর, জেলা কারাগার, আনসার ও ভিডিপি চাঁদপুর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স চাঁদপুর, চাঁদপুর সরকারি জেনারেল হসপিটাল, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন চাঁদপুর সদর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরসহ সরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয় জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ। পরে বেলা ১২টায় চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৬ ডিসেম্বর ২০২১