মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ আলোচনা সভা বুধবার সকাল ১১টায় শিক্ষক মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি বক্তব্য চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.এ এস এম দেলওয়ার হোসেন বলেন ,স্বাধীন বাংলাদেশ তৈরি করার ক্ষেত্রে জাতির জনকের সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে। ১৯৭১সালের আগে এদেশ পাকিস্তানের হাতে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। নরপশুরা এদেশেকে নানা ভাবে ধ্বংস করার জন্য চেস্টা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শিক্ষাক্ষেত্রে দেশকে এগিয়ে নেয়া । তাই তার কন্যা শেখ হাসিনা তা বাস্তবয়িত করবে।’
সভায় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান চিত্ত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও শরীফ মাহমুদ চিশতীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম, শিক্ষক পরিষদের সম্পাদক ওয়াহিদুজ্জামান প্রমুখ।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
আপডেট : ১১:২৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur