চাঁদপুর

বিজয় দিবসে চাঁদপুর জেলা বিএনপি’র আলোচনাসভা

বিজয় দিবসে চাঁদপুর জেলা বিএনপি’র আলোচনাসভা বুধবার বিকেলে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ হামিদ মাষ্টার।

জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিমুল্লা সেলিমের সভাপতিত্বে ও পৌর বিএনপির’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সদর থানা বিএনপি’র আহ্বায়ক খলিলুর রহমান গাজী, হারুনুর রশীদ, অ্যাড. মিজানুর রহমান, জেলা কৃষকদল সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ্ খোকন, জেলা ছাত্রদল আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দীন মোহাম্মদ জিল্লু, ছাত্রদল নেতা জুলহাস জুয়েল, কলেজ ছাত্রদল আহ্বায়ক আতাউর রহমান সোহাগ, জেলা জিয়া মঞ্চের সভাপতি সোহেব মো. কলি।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে ত্রিশ লাখ শহীদের প্রাণ আর দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। যেসকল বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি আজকের এই দিনে তাদের রুহের মাগফেরাত কামনা করছি।’

বক্তরা বলেন, যে উদ্দেশ্য ও লক্ষ নিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তানরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছে, শুধুমাত্র অপরাজনীতির কারণে আজ তা বুলন্ঠিত হচ্ছে। জনগণের ভোটবিহীন অনির্বাচিত সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে আর কাজে কর্মে মুক্তিযুদ্ধের চেতনা ও অদর্শ থেকে দূরে সরে গিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করছে।’

দেশ এখন এক কঠিন ক্রান্তিলগ্নে রয়েছে দাবি করে বক্তারা বলেন, ‘এদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান করেছেন। অথচ শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সরকার অবৈধ পন্থা অবলম্বন করে গণতন্ত্রকে হত্যা করা নীলনকশা তৈরি করছে।’

বক্তারা আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর আগ পর্যন্ত গণতন্ত্রের জন্য কাজ করে গেছেন। আজকের এই দিনে আমরা মাহান এই রাষ্ট্র নায়কের রুহের মাগফেরাত কামনা করছি।’

আলোচনা সভায় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই প্রবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ওলামাদল নেতা মো. আল-আমিন।

About The Author

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

আপডেট : ১০:৩০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ

Share