Home / চাঁদপুর / বিজয় টিভি’র ৫ম বর্ষ পদার্পণে চাঁদপুরে র‌্যালি
বিজয় টিভি’র ৫ম বর্ষ পদার্পণে চাঁদপুরে র‌্যালি

বিজয় টিভি’র ৫ম বর্ষ পদার্পণে চাঁদপুরে র‌্যালি

দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ৫ম বর্ষে পর্দাপণে বুধবার ৩১ মে সকাল সাড়ে ১১ টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে চাঁদপুর জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর বিজয় টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদীর সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এস এ টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি জিএম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ‘দেশের বেসরকারি চ্যানেলের মধ্যে অন্যতম হচ্ছে বিজয় টেলিভিশন । বিজয় টেলিভিশন দেশ ও সমাজের উন্নয়নে কাজ করছে। বিজয় টেলিভিশনের নামটি কিন্তু ভিন্ন ধরনের নাম। এর চেতনাটি স্বাধীনতার চেতনার সাথে সম্পৃক্ত। তাই বিজয় টেলিভিশন বিগত ৫ বছরের মতো অনাগত ভবিষ্যৎতেও দেশের মুক্তিযুদ্ধের বিষয়গুলো,দেশের ইতিহাস,জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরবে। চাঁদপুরের যেই উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে, বিশেষ করে জেলার বিভিন্ন বিভাগের সকল উন্নয়ন কর্মকান্ড বিজয় টেলিভিশনের মাধ্যেমে প্রচার করে চাঁদপুর উন্নয়নের অগ্রযাত্রা কাজ করবে বিজয় টিভি।’

অনুষ্ঠানের উদ্বোধনী অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আল্হাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন,‘ বিজয় টেলিভিশন দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। আগামীতেও বিজয় টিভি এ ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। এ প্রত্যাশা কামনা করে বিজয় টেলিভিশনের উজ্জ¦ল ভবিষৎ কামনা করি।’

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, ‘প্রথমেই বিজয় টেলিভিশনের ৫ বর্ষে পর্দাপণ উপলক্ষে বিজয় টেলিভিশনের সাথে সম্পৃক্ত থাকা সকল কলাকুশলীদের শুভেচ্ছা ও অভিনন্দন। বিজয় টেলিভিশন ৫ বছরে আমাদের তথ্য দিয়ে যে ভাবে উপকৃত করেছে এ ধারা অব্যাহত থাকুক।’

চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.প্রফেসর এ এস এম দেলোয়ার হোসেন বলেন, ‘ বিজয় টেলিভিশন ইতিমধ্যে এ ৫ বছরে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে । বিজয় টেলিভিশন আমাদের অর্থনীতি,শিক্ষা,বিনোদনে ব্যাপক ভূমিকা রেখেছে, আগামীতেও রাখবে এটাই আশা করছি।’

চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী বলেন, ‘ বিজয় টেলিভিশন অন্যতম জনপ্রিয় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল । বিজয় টিভির শুভ জন্মদিনে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি । বিজয় টিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে অনন্তকাল বেঁচে থাকবে মানুষের হৃদয়ে ।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী,দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি বিএম হান্নান,বাংলাভিশনের জেলা প্রতিনিধি রহিম বাদশা, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ ।

আলোচনা সভা শেষে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ও চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আল্হাজ্ব ওচমান গনি পাটওয়ারীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় ।

র‌্যালিতে যোগদান করেন উপাধ্যক্ষ প্রফেসর মো.শাহআলম ,দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, দেশটিভির জেলা প্রতিনিধি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর,এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হাবিবুর রহমান খান,দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম-সম্পাদক হাসান মাহমুদ,মোহনা টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, চ্যানেল নাইনের চাঁদপুর জেলা প্রতিনিধি নাছির পাঠান,দৈনিক চাঁদপুর জমিনের মফস্কল সম্পাদক এসএমকামাল ,দৈনিক চাঁদপুর প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার আশিক-বিন রহিম, সাংবাদিক সজিব খান,সাংবাদিক কাউছুল উল রাব্বি,সাংবাদিক ইব্রাহীম খান প্রমুখ ।

করেসপন্ডেনট
আপডেট, বাংলাদেশ সময় ৪ : ০৫ পিএম,৩১ মে ২০১৭,বুধবার
এজি

Leave a Reply