Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / বিজয় আমাদের হবে : ড. শামছুল হক ভূঁইয়া
Faridgonj-pic

বিজয় আমাদের হবে : ড. শামছুল হক ভূঁইয়া

ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মে ২০১৮ খ্রি.) বিকালে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনের প্রধান অতিথি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি ৭নং ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসাবে মাজহারুল ইসলাম আকরাম ও সাধারণ সম্পাদক হিসাবে মো. বশির উল্ল্যার নাম ঘোষনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আমাদের কাঙ্খিত বিজয় যাতে কেউ চিনিয়ে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা জানেন বিজয় চিনিয়ে নেওয়ার জন্যে শকুনের আর্বিভাব ঘটে। সেই শকুনরা যাতে বিজয় চিনিয়ে নিতে না পারে সেজন্য মায়েরা, বাবারা, দলমত নির্বিশেষে আ’লীগ ও এর অঙ্গসংগঠনের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ড. শামছুল হক ভূঁইয়া আরো বলেন, আমরা এমন কোন অপর্কম করি নাই, যার জন্যে বিজয় আমাদের হবে না। বিজয় আমাদের হবে, বিজয় দিবেন রাব্বুল আল-আমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি শেখ মো. আব্দুর রব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, রীনা নাসরিন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, ইউপি চেয়ারম্যান আলী আক্কাস ভূইয়া, ৫নং ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী, ৫নং ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার, উপজেলা যুবলীগের আহŸায়ক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী, যুগ্ম আহŸায়ক হাজী সফিকুর রহমান, মহিউদ্দিন ভূঁইয়া ইরান, সদস্য মো. ইসমাইল হোসেন, মনির হোসেন মল্লিক প্রমুখ।

ফরিদগঞ্জ করেসপন্ড্ন্টে

Leave a Reply