দেশের পতাকা এঁকে দিবো আমি, তোমার দুটি চোখে, বাসবে ভালো আমাকে তুমি, বাসবে বাংলাদেশকে……। জনপ্রিয় কণ্ঠশিল্পী এস ডি রুবেলের কণ্ঠে গাওয়া গানের কথার মতোই বলতে হয় লাল সবুজের পতাকা দেখলেই যেনো তার গোলক বৃত্তে হেসে উঠে বাংলাদেশ। প্রিয় জন্মভূমি স্বদেশ।
আর মাত্র দু’দিন পরই ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান এ দিবসটিকে সামনে রেখে তা উদযাপন করার জন্য বিভিন্ন সরকারি, বেসরকারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে নানা প্রস্তুতি। দেশের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদনের জন্য পাশাপাশি চলছে লাল সবুজের পতাকা বিক্রি।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর শহরের বিভিন্নস্থানে এই দু’জন হকারকে এভাবেই জাতীয় পতাকা কাঁধে বহন করে বিভিন্ন সাইজের পতাকা বিক্রি করতে দেখাযায়। ছবিটি কালী বাড়ি কোট স্টেশন প্লার্টফর্ম থেকে তোলা।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur