৪৪তম বিজয় বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রোবর (২০ ডিসেম্বর )স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মালয়েশিয়া বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো: মুস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়। মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।
স্মরণিকার মোড়ক উন্মোচন শেষে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল স্বাগত বক্তব্যে বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। পৃথিবীর মানচিত্রে আমাদের স্বাধীনতার ও স্বকীয়তার আত্মপ্রকাশের দিন। নতুন প্রজন্মের কাছে এই বার্তা প্রকাশের দায়িত্ব আমাদের সকলের। বিজয়ের মাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে মালয়েশিয়া জাতীয়তাবাদী দলের ও তার অঙ্গসংগঠনের সকল নেতা-কমীরা অক্লান্ত শ্রম দিয়েছেন তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। সবাইকে মালয়েশিয়া বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিমকক উইং বিশ্ববিদ্যালয়ের জাফর ফিরোজ ও লিঙ্কন কলেজের ছাত্রী আখি মজুমদার।
অনুষ্ঠানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া এ যেন বিদেশের মাটিতে বাংলাদেশকে ফিরে পাওয়া। এ পর্যায়ে শিল্পীদের পরিবেশনায় দর্শক খুঁজে পেয়েছে আজন্ম কালের আবহ বাংলাকে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি মো: গোলাম মস্তফা, আব্দুর রউফ লিটন, এস এম জাহাঙ্গীর আলম, শাখাওয়াত হোসেন, এ এস এম ফজলুল করিম সোহরাব, ওয়ালি উল্লাহ ওয়াহিদ, সিরাজুল ইসলাম মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, এস এম বশির আলম, মালয়েশিয়া বিএনপির দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম (রতন), এ, কে, এম হাবিবুর রহমান শিশির, কোতারায়া বিএনপির সভাপতি মাসুদ রানা, মালয়েশিয়া যুবদলের সভাপতি জাহাঙ্গির আলম খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াছ, যুবদলের সহসভাপতি মজনু খান, নাসির উদ্দিন নাসির, মিনহাজ মন্ডল, আহম্মেদ হোসেন সাগরসহ বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বশির আহমেদ ফারুক, মালয়েশিয়া করেসপন্ডেন্ট
ডেস্ক ।। আপডেট : ০৪:৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ