জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং চাঁদপুর জেলা প্রশাসনের আয়েজনে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২২ মার্চ মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে মেলার আয়োজন করা হয়। একই দিনে বিকেলে ৪টায় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিবুন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।
প্রসঙ্গত, মেলার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানর শিক্ষার্থীরা ৫২টি স্টলের মাধ্যমে তাদের বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী উপস্থাপন করেন।
প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২২ মার্চ ২০২২