৫০তম বিসিএসে ১ হাজার ৭৫৫ জন ক্যাডার ও ৩৯৫ জন নন-ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। ২৬ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই বিসিএসের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, ৫০তম বিসিএসের আবেদন শুরু হবে ৪ ডিসেম্বর, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে। প্রিলির ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি।
প্রিলিতে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা শুরু হবে ৯ এপ্রিল এবং ফল প্রকাশ করা হবে ৩০ জুলাই। এরপর ১০ আগস্ট থেকে শুরু হবে মৌখিক পরীক্ষা। আর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ২৫ নভেম্বর। অর্থাৎ, এক বছরের মধ্যেই শেষ হবে ৫০তম বিসিএস।
২৭ নভেম্বর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur