বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ) দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির অফিস বেয়ারার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২০২৪-২০২৬ সাল মেয়াদী কমিটিতে যুগ্ন সাধারন সম্পাদক পদে নির্বাচিত হলেন, কিউই ফ্যাশনের পার্টনার, কচুয়ার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মো. এমদাদুল হক মিয়াজী।
এর আগে গত শনিবার (২ মার্চ) দীর্ঘ ১২ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঢাকার ডিওএইচএস কনভেনশন সেন্টারে পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠান হয়। এতে ১৪ ব্যালটে ২২২ ভোট পেয়ে (চতুর্থ) পরিচালক নির্বাচিত হন তিনি। এমদাদুল হক মিয়াজী চাঁদপুর-১ কচুয়া আসনের সাবেক সর্বকনিষ্ঠ জনপ্রিয় সংসদ সদস্য রফিকুল ইসলাম রনি ও সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার উপদেষ্টা মো. ইসমাইল মিয়াজীর ভাই।
এদিকে কচুয়ার আটোমোড় গ্রামের কৃতি সন্তান মো. এমদাদুল হক মিয়াজী বাংলাদেশ গার্মেন্টস বাইন হাউজ এসোসিয়েশন (বিজিবিএ) নির্বাচনে পরিচালক পদ থেকে যুগ্ন সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ মার্চ ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur