চাঁদপুর সদর উপজেলার তরপুরন্ডী ইউনিয়নের জেলেদের বিজিএফ ও বিজিডি কার্ডের চাল রোববার (২ জুলাই) দুপুরে ৯শ’ ৩৭ জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেনই মানুষ তার অধিকার শতভাগ ভোগ করতে পারছে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা এদেশের হতদরিদ্র মানুষের কথা ভেবে সরকারি নানা সহয়তার ব্যবস্থা করেছে। তাছাড়া জেলেদের বিভিন্নভাবে সহয়তা দিয়ে যাচ্ছে। সোনার বাংলার স্বপ্ন নিয়ে আমাদের স্বাধীনাতা এনে দেয়েছেন তার বাস্তবায়নের ধার প্রান্তে আমরা চলে এসেছি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটওয়ারী, ইউপি সচিব তাছলিমা বেগম, মেম্বার আরশাদ মোল্লা, আউয়াল জমাদার, এরশাদ কাজী, হাসিম খন্দকার, মো. মজিব, হারুন খান, সাফা বন্ধুকসী, রুহুল আমিন, মোস্তফা, মহিলা মেম্বার মুন্নি বেগম, শাহিদা বেগম, শেফালী বেগম প্রমুখ।
প্রতিবেদক : আশিক বিন রহিম
আপডেট,বাংলাদেশ সময় ১১ : ২৭ পিএম, ২ জুলাই ২০১৭,রোববার
এইউ