চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে । সকাল ১০ টায় অনুষ্ঠিত মহান বিজয় দিবসের কর্মসূচির মধ্যে ছিল মহান স্বাধীনতা সংগ্রামে যে সব বীর সেনানী, মুক্তিযোদ্ধা ও নর-নারী শহিদ হয়েছেন তাঁদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাত, পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধানিবেদন,জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উড্ডয়ন,বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
এতে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. আবদুল আজিজ। প্রধান অতিথি ছিলেন কুমিল্লার ইস্টার্ণ মেডিক্যাল হাসপাতাল ও কলেজের প্রসাশনিক কর্মকর্তা মো.সাহাদাত হোসেন।
অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন অভিভাবক সদস্য মো.আবদুল আওয়াল মৃধ্যা, সহকারী শিক্ষক মো.আহসান উদ্দিন ও মাও.আবদুল হান্নান ।
উপস্থাপনা করেন শিক্ষক আবদুল গনি।
বক্তাগণ বলেন,‘ মহান বিজয় দিবসে বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূ-খন্ডের নাম জানান দেয়ার দিন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন,৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান,১৯৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। সেই হিসাবে বিজয়ের ৫১ বছর পূর্তির দিন। আমরা আত্মত্যাগী সেই সব বীরদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি । ’
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২২
এজি