Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে বিজয় দিবস উদযাপন
বিজয় দিবস

হাইমচরে বিজয় দিবস উদযাপন

১৬ই ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস। লাল-সবুজ পতাকা উড়িয়ে উল্লাস করার দিন। হাইমচর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে মঙ্গলবার সকাল ৬ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা করে। পরবর্তীতে উপজেলা প্রশাসন, হাইমচর থানা পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা প্রশাসন কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, পল্লী সঞ্চয় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ , মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, পল্লী বিদ্যুৎ এজিএম রোকসানা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানিক বিশ্বাস, সাবেক হাইমচর মুক্তিযোদ্ধা কমান্ডার বারেক বকাউল।

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার এর সাথে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা। বীর মুক্তিযোদ্ধাদের’কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। পরবর্তীতে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরষ্কার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রর্দশিত হয়। পরবর্তীতে বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা’র সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, সাধারণত বিজয়ী হওয়া আনন্দের। তবে মরণপণ করে সশস্ত্র যুদ্ধে শত্রুকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জনের যে বিজয়, তার কোনো তুলনা নেই। আজ জাতির জন্য চিরগৌরবময় অবিস্মরণীয় এক দিন। স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের আলোকোজ্জ্বল দিন আজ।

তবে একই সঙ্গে দিনটি গভীর বেদনারও। দেশ-জাতিকে পরাধীনতার নিগড়মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছিলেন বাংলা মায়ের বীর সন্তানেরা। অগণিত মা-বোন তাঁদের সম্ভ্রম হারিয়েছেন। জানমালের ক্ষতি হয়েছে অপরিমেয়। কৃতজ্ঞ জাতি আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করে আত্মদানকারী সেই শহীদদের। স্মরণ করে সব বীর মুক্তিযোদ্ধাকে।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
১৬ ডিসেম্বর ২০২৫