বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও সভা

হাজী লোকমান পাবলিক স্কুলের উদ্বেগে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক অনুপমা, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান , এডভোকেট অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকন।

হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা ইয়াসমিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার যুগ্ম সম্পাদক মোহাম্মদ খোরশেদ আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকা তামান্না আক্তার, লাকি আক্তার রেহানা আক্তার।

অনুষ্ঠানের সভাপতি রোকনুজ্জামান রোকন তার বক্তব্যে বলেন , আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা বৃদ্ধি পায়। তাই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদেরকে তিনি বলেন, এ ধরনের আয়োজন মাঝে মাঝে করলে এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে দেশের মান উন্নত করবে ইনশাল্লাহ। এজন্য শিক্ষক-শিক্ষিকাদের তিনি এ ধরনের আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানান। স্কুলটি নিজস্ব জায়গায় হওয়ায় পড়ালেখার মান নতুন হিসেবে অনেক ভালো করছে বলে জানা যায়। আরো ভালো ফলাফল ছাত্র-ছাত্রীরা যেন করতে পারে সেদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের নজর রাখতে হবে। হাজী লোকমান পাবলিক স্কুল প্রতিষ্ঠার পর থেকে জাতীয়ভাবে যে ধরনের প্রোগ্রাম সরকার করতে বলেন সে ধরনের দিবস পালন করে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। যা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সাহায্য করে।

তিনি আরো বলেন, ১৬ ই ডিসেম্বর আমাদের বাঙ্গালীদের জন্য একটি স্মরণীয় দিন। যা স্মরণ করে বাঙালি জাতি সামনের দিকে এগিয়ে চলতে উৎসাহ যোগায় তাই সারা দেশের ন্যায় চাঁদপুরের হাজী লোকমান পাবলিক স্কুল এই দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করতে সক্ষম হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার স্কুলের শিক্ষক শিক্ষিকারা। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতাও আলোচনা সভায় যারা অংশগ্রহণ করেছেন আজ তারা পুরস্কৃত হবেন কিছুক্ষণ পরেই যারা পুরস্কার পাবেন তারা আরো ভালো করার জন্য ভবিষ্যতে পড়ালেখা চালিয়ে যাবে এবং যারা পুরস্কার পায়নি তারা পুরস্কার পাওয়ার জন্য বিভিন্ন দিবস সম্পর্কে জানতে শুরু করবে, তাহলে আগামী দিনে তোমরা পুরস্কার নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে যারা পুরষ্কৃত হয়েছে তাদের মধ্যে জান্নাত আক্তার, সুমাইয়া আক্তার, মিরাজ গাজী, ইসরাত জাহান, শাফায়েত গাজী, মাহিম গাজী, শাহেদ গাজী, অচেনা আক্তার, তানহা আক্তার, নেহা আক্তার, তাহসিন কবিরাজ ভালো করেছে । যারা পুরস্কৃত হবা তাদের মধ্যে শাহেদ গাজী, ইসরাত জাহান, জান্নাত আক্তার, মাহিদুল ইসলাম অন্যতম। তোমাদের ভবিষ্যৎ জীবন আরও ভালো করবে ইনশাআল্লাহ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৬ ডিসেম্বর ২০২৫