বিজয় দিবসে ফরিদগঞ্জে বিএনপির র‌্যালি

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র‌্যালিটি বের হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, মাসুদ আলম, নজরুল ইসলাম নজু, আব্দুর রহমান, বিএনপি নেতা বিল্লাল হোসেন ভূঁইয়া, মোস্তফা কামাল সবুজ পাটওয়ারী, সাবেক প্যানেল মেয়র জাকির গাজী।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ ডিসেম্বর ২০২৫