Home / উপজেলা সংবাদ / হাইমচর / বিজয় দিবসে হাইমচরে খেলাধুলা ও পুরস্কার বিতরণ
বিজয়

বিজয় দিবসে হাইমচরে খেলাধুলা ও পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলার যুব সমাজের উদ্যোগে এক বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ছোট লক্ষীপুরস্থ গাজী বাড়ীর সংলগ্ন মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়, যা এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করে। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই উৎসবটি এলাকার সম্প্রীতি ও সুস্থ বিনোদনের এক চমৎকার উদাহরণ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধক্ষ্য মোঃ হারুনুর রশিদ গাজী। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ২নং উত্তর আলগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজির আহম্মেদ দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ইউসুফ মাল।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাফেজ আবু তাহের মিয়াজী, ৭নং ওয়ার্ড (ছোটলক্ষীপুর) বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন দেওয়ান, এবং ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আরিফ হোসেন বেপারী।

খেলাধুলার পর সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মন্তাজ পাটওয়ারী।

প্রধান অতিথি অধক্ষ্য মোঃ হারুনুর রশিদ গাজী তার বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে দূরে থেকে সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। বিশেষ আলোচক মোঃ নজির আহম্মেদ দেওয়ান বলেন, খেলাধুলা কেবল শরীরচর্চা নয়, এটি মনের খোরাক এবং জাতীয়তাবোধ জাগ্রত করার অন্যতম মাধ্যম। প্রধান পৃষ্ঠপোষক মোঃ ইউসুফ মাল ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কাজে সহযোগিতা করার আশ্বাস দেন।

ছোটলক্ষীপুর ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মোঃ মন্তাজ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজনের সৌজন্যে ছিল সালমান স্পোর্টস। এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর ও সফল আয়োজনটি সম্পন্ন হয়।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
১৬ ডিসেম্বর ২০২৫