Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / বিজয় দিবসে হাজীগঞ্জে মিনি ফুটবল টুর্ণামেন্ট
বিজয়

বিজয় দিবসে হাজীগঞ্জে মিনি ফুটবল টুর্ণামেন্ট

মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে মিনি ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৬ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ডাটরা শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও এলাকার যুবসমাজের অংশগ্রহণে উক্ত মিনি ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।

মিনি ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য দ্বীন মোহাম্মদ পাটোয়ারীর মারুফ ও যৌথ পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহম্মদ ধনী ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ সুমন।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব বেলায়েত হোসেন মুন্সী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোস্তফা কামাল বি.কম, মাষ্টার শাহ পরান গাজী, সাবেক ইউপি সদস্য অহিদুল ইসলাম মিজি, ইউপি সদস্য খোরশেদ আলম,শাহজাহান মজুমদার, শফিউল্লাহ স্বপন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মনির মিছহাব, প্রবাসী সোহাগ তফদার। খেলা শেষে সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১৬ ডিসেম্বর ২০২৫