Home / চাঁদপুর / বিজয় দিবসে ফুটবল টুর্নামেন্ট আয়োজন
বিজয়

বিজয় দিবসে ফুটবল টুর্নামেন্ট আয়োজন

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইয়াং স্পোর্টিং ক্লাব চাঁদপুর এর উদ্যোগে ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার চাঁদপুর আউটার স্টেডিয়াম মাঠে দুটি দলে বিভক্ত হয়ে ক্লাবের সদস্যরা খেলায় অংশগ্রহণ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

ক্লাব কর্মকর্তা মো সাইফুল ইসলাম সবুজ এর পরিচালনায় টুনামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং স্পোর্টিং ক্লাবের জেলা উপদেষ্টা এড. শাহজাহান মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াং স্পোর্টিং ক্লাবের শহরের প্রধান উপদেষ্টা এড. শাহজাহান খান।

এছাড়া আরো উপস্থিত ছিলেন ক্লাবের শহর উপদেষ্টা শেখ বেলায়েত হোসেন, এড. মামুন মিয়াজি।

নিজস্ব প্রতিবেদক, ১৬ ডিসেম্বর ২০২৪