Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / বিজয় দিবসে ফরিদগঞ্জে বিএনপি নেতার শ্রদ্ধা
বিজয়

বিজয় দিবসে ফরিদগঞ্জে বিএনপি নেতার শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ফরিদগঞ্জ বিএনপির একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা ১ মিনিটে উপজেলা সদরের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোতাহার হোসেন পাটওয়ারী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পুষ্পমাল্য অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও স্বাধীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য‌ সচিব আব্দুল মতিন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুন রশিদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মিলন গাজী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, উপজেলা যুবদলের সদস্য মামুনুর রশিদ, তানভীর আহমেদ নকিব, জহিরুল ইসলাম, খিজির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা এমরান হোসেন স্বপন, কামরুল রাড়ি, পৌর যুবদলের নেতা ফারুক হোসেন রন, যুবদল নেতা আরিফ হোসেন, মাহফুজ, হাবিব, মাহিন, হেলাল, সুমন, রাসেল, মাসুম বিল্লাহ, সাদ্দাম, সাইফুল, মাহবুব টুটুল, আনোয়ার গাজী, শরীফ হোসেন, পারভেজ, তানজিল গাজী, শাহাবুদ্দিন, রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিবেদক: শিমুল হাছান,
১৬ ডিসেম্বর ২০২৫