চাঁদপুর পৌর সভার শের-ই-বাংলা আবাসিক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন

চাঁদপুর পৌরসভার শের-ই-বাংলা আবাসিক ছাত্রআবাসের একটি বৃক্ষ গত তিন দিন যাবত ভেঙ্গে শের-ই-বাংলা আবাসিক এলাকার বিদ্যুৎ এর তার ও খুঁটির উপর পড়ে পুরো এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে রযেছে । এতে প্রায় ৫০টি পরিবার এলাকাবাসী চরম ভোগান্তিতে আছেন।

এ ব্যাপারে বিদুৎ অফিসে যোগাযোগ করলে উনারা কেউই এখন ও এর সমাধান দেন নাই বা আসেন নাই । ছাত্রাবাসের ও বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষের কারো কোনো সাড়া শব্দও নাই। এর মাঝে বৃষ্টিতে গাছটি ভিজে থাকায় বিদ্যুৎ প্রবাহের সম্ভাবনা ও জনগণের মধ্যে দুর্ঘটনা ও আতংক বিরাজ করছে বলে জানা যায় ।

ফলে অতি দ্রুত বিষয়টি সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ।

সিনিয়র করেসপন্ডেন্ট , ১৮ আগস্ট ২০২১

Share