চাঁদপুরের দু’উপজেলার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) ২৫ ইউনিয়নের দিনব্যাপী বিচ্ছিন্ন সংঘর্ষ, একাধিক কেন্দ্র দখল, বর্জন আর স্থগিতের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট গ্রহণ।
শনিবার সকালে প্রথমদিকে প্রায় সব’কটি ইউনিয়নে বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয়।
ঘন্টাখানেক পর থেকে অধিকাংশ ইউনিয়নের ভোট কেন্দ্রে শুরু হয়ে বিশৃঙ্খলা। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কঠোর হাতে দমন করতে সক্ষম হয়।
এসময় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ বিশৃঙ্খা দেখা দেয়া মাত্রই ভোটগ্রহণ সাময়িক স্থগিত করেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আবার শুরু হয় ভোটগ্রহণ।
বিকেল ৪টায় ভোগ্রহণ শেষ হয়ে এখন চলছে গণনার কাজ
চাঁদপুর টাইমস প্রতিনিধি দলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত আসছে
: আপডেট ৫:০০ পিএম, ২৩ এপ্রিল ২০১৬, শনিবার
ডিএইচ