Monday, 13 July, 2015 05:27:48 AM
চাঁদপুর টাইমস আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে নানান ব্যতিক্রমী প্রতিযোগিতার একটি স্ত্রীকে কাঁধে নিয়ে দৌড়। সম্প্রতি ফিনল্যান্ডে হয়ে গেলো ব্যতিক্রমী এই বিশ্বকাপের ২০তম আসর। এ বছর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, ফিনল্যান্ডের ভান্টা এলাকার এক দম্পতি।
প্রতিদ্বন্দীতার কমতি নেই। কেবল পার্থক্য হলো, ছুটতে হবে, কাঁধে নিজের স্ত্রীকে নিয়ে। এতটুকু আলাদা বৈশিষ্ট্য নিয়েই আয়োজিত হয়ে আসছে ব্যতিক্রমী অ্যাথলিটদের এই আসর।
প্রতিযোগিতার নাম, ওয়াইফ ক্যারিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপ। ফিনল্যান্ডের সঙ্কাইয়ারভি শহরে, এবার অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এই বিশ্ব প্রতিযোগিতার ২০তম আসর। এতে অংশ নিয়েছে ১৪ দেশের ৬০টি দম্পতি।
প্রতিযোগিতার মূল ইভেন্ট, দুইশো তিপ্পান্ন মিটার দৌড়। রয়েছে স্পিন্ট রেস, টিম রেসও। প্রতিযোগিদের জন্য দৌড়ের স্টাইল, একদম ফ্রি।
দুই দিন ধরে অনুষ্ঠিত হলো বিশেষ এই বিশ্বকাপ। এবার এতে চ্যাম্পিয়ন হয়েছে, ফিনল্যান্ডের ভান্টা শহরের যুগল, ভিলে পারভেইনেন এবং সারি ভিলইয়ানেন। ভিলের জন্য, এটা টানা দুইবার চ্যাম্পিয়নশীপ। গতবার অবশ্য তিনি দৌড়েছিলেন, তার সাবেক স্ত্রীকে কাঁধে করে।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur