প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (একসে) সিনহা বলেছেন, বিচার বিভাগীয় হত্যাকাণ্ডের বিষয়ে আমি অফিসিয়ালি কোনো কিছু জানি না।
সোমবার আকস্মিক ঢাকার নিম্ন আদালত পরিদর্শনে গিয়ে ঢাকা আইনজীবী সমিতির হলরুমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
তিনি বলেন, পত্রিকা বা মিডিয়ার খবর দেখে আমরা বিচার করি না। যদি কোনো বিষয়ে জানতে পারি তাহলে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। তবে অপরাধীদের কোনোক্রমেই ছাড় দেয়া হবে না।
এর আগে ঢাকা আইনজীবী সমিতির হলরুমে নিজ বক্তৃতায় তিনি বলেন, ঢাকা কোর্টে চুল পরিমাণ দুর্নীতিকেও আশ্রয় দেয়া হবে না। এখানে আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয় সেজন্য আমি সব থেকে ভালো মেধাবী বিচারকদের নিয়োগ দিয়েছি। ঢাকা কোর্ট হবে অন্যান্য জেলার কোর্টের জন্য মডেল।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান, মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেখ হাবিবুর রহমান, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান মানিক প্রমুখ।(জাগোনিউজ)
নিউজ ডেস্ক ।। আপডেট ৫:০৯ পিএম,২০ জুন ২০১৬,সোমবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur