ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে ট্রাক্টরের চাপায় নিহত আফিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণির ছাত্র নিহত সাইফুল ইসলাম আফিফ হত্যাকারী ট্রক্টর চালক ও মালিকের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (২৮ অক্টোবর) স্কুল এন্ড কলেজের সামনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।

আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শাহ্ মোহাম্মদ মুকবুল আহম্মেদ, প্রধান শিক্ষক আক্তার হোসেন পাটওয়ারী, সিনিয়র শিক্ষক মো. শফিকুর রহমান, বাবু শঙ্কর আর্চায্য, মো. কামাল হোসেন, নিহতের ভগ্নিপতি রিয়াজুল হাছান, বালিথুবা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, কলেজ ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক সহ শিক্ষক, গভর্নিং বডির সদস্য, ছাত্র-ছাত্রী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মানবন্ধনে বক্তরা বলেন, ‘অবিলম্বে সড়কে চলাচলকারী অবৈধ ট্রাক্টর বন্ধ করতে হবে। স্কুল ছাত্র আফিফ হত্যাকারী ট্রাক্টরের চালক ও মালিককে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।’

প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর মঙ্গলবার সকালে বিশেষ কোচিং ক্লাশ শেষে বাড়ি পেরার পথে বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাঁড়খাদিয়া ঢালী বাড়ির সামনে সাইফুর রহমান আফিফ নিষিদ্ধ ঘাতক ট্রাক্টরের চাপায় পৃষ্ঠ হয়ে নিহত হয়।

প্রতিবেদক- আতাউর রহমান সোহাগ
২৮ অক্টোবর, ২০১৮

Share