Home / শীর্ষ সংবাদ / বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার ৪ গুন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে
সরকারের

বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার ৪ গুন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে

চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তির আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, বিগত সরকারের তুলনায় বর্তমান আওয়ামী লীগ সরকার চার গুন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে। অল্প কিছুদিন হয়তো একটু বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে যুদ্ধের কারনে। কিন্তু এতেই স্বাধীনতা বিরোধীরা বলতে শুরু করেছে সরকারের সমালচনা। তাদের আমলে কোন উন্নয়নমূলক কাজ হয়নি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান বলে দেশে আজ এতো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয়েছে। ইতিমধ্যে চালু হয়েছে বহু প্রতিক্ষিত পদ্মা বহুমুখী সেতু।

উদ্বোধনের অপেক্ষায় মেট্রো রেল প্রকল্প, বঙ্গবন্ধু টানেল প্রকল্পসহ নানা উন্নয়নমূলক কাজ। অতিতের কোন সরকার দেশে এতে উন্নয়নমূলক কাজ করা তো দূরের কথা কখনো চিন্তাও করেনি । আমি নিজে মন্ত্রী থাকাকালীন ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। যার প্রমান আমার হাজীগঞ্জ – শাহরাস্তি নির্বাচনী এলাকার জনগণ।

২৩ জুলাই শনিবার দিনব্যাপী হাজীগঞ্জ উপজেলার বড়কূল পশ্চিম ও পূর্ব ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জোবাইর সৈয়দ, উপজেলা উন্নয়ন কমিটির আহবায়ক আহসান হাবিব অরুণ, উপজেলা উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজায়ানুল হক, বড়কূল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, বড়কূল পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান হেলাল মিজি, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, কালচোঁ  উত্তর ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানিয়া, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন, ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারি, ১১ নং হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন লিটু।

এ সময় বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা নাহিদুল ইসলাম সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, আওয়ামী লীগ নেতা আলী আহমেদ ভূঁইয়া, আবুল কাশেম, যুবলীগের নেতা ইসহাক মিজি, মিলন, ছাত্রলীগের নেতা রাকিবুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৩ জুলাই ২০২২