Home / উপজেলা সংবাদ / কচুয়া / বিগত দিনে দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: ড.আবুল হাসানাত দুলাল
দ্বীনি

বিগত দিনে দ্বীনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: ড.আবুল হাসানাত দুলাল

বিগত দিনে দ্বীন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী সরকারের দায়িত্ব থাকা নাস্তিক ও জালেমরা। সে জন্য নৈতিক ও দ্বীনি শিক্ষা আলো ছড়িয়ে দেয়া ও বর্তমান প্রজন্মকে সুশিক্ষা মানুষ গড়ার লক্ষ্যে আল-বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠানটি স্থাপন করেছেন আমার ছোট ভাই ব্যবসায়ী আবুল বারাকাত বাবুল।

পূর্বের শিক্ষা ব্যবস্থাকে চিন্তা চেতনার পরিবর্তন এনে বর্তমান দ্বীনি শিক্ষা ব্যস্থানের মাধ্যমে দেশ ও জাতিকে ভালো কিছু উপহার দিতে হবে। আপনাদের সন্তানদেরকে প্রকৃত সুশিক্ষা দিতে চান তাহলে এই প্রতিষ্ঠানের উপর ছেড়ে দিতে পারেন। আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় মানুষ করে তৈরি করা দায়িত্ব এই প্রতিষ্ঠানের। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য যেহেতু আমরা প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষার সাথে বিভিন্ন পর্যায়ে আমরা জড়িত। শিক্ষাব্যবস্থাকে যেভাবে উন্নয়ন করা দরকার সেটা আমাদের জানা আছে,সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এই প্রতিষ্ঠান আপনাদের সার্বিক সহযোগিতা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এদেশের মানুষদের মধ্যে সুনাম অর্জন করবে ইনশাল্লাহ ।
গতকাল শনিবার কচুয়া-সাচার গৌরিপুর সড়কের বাচাঁইয়া আল-বারাকা আইডিয়াল একাডেমী আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ মৎস্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক ও আল-বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ড.আবুল হাসানাত দুলাল উপরোক্ত কথাগুলো বলেন।

বিশিষ্ট সমাজসেবক ও সাবেক প্রাক্তন প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, আল বারাকা আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী আবুল বারাকাত বাবুল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান,মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তফা কামাল, প্রভাষক আব্দুর রহিম,আল বারাকা আইডিয়াল একাডেমীর পরিচালক ও প্রভাষক মাওলানা আবু জাফর, শিক্ষক আব্দুল সাত্তার, অভিভাবক সেলিম মিয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ জানুয়ারি ২০২৪