জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন। তাই বর্তমান প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ে আগে স্থানীয় সরকার নির্বাচন দিন।
বুধবার কুমিল্লার শাসনগাছা বাসস্ট্যান্ডে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত গণইফতার মাহফিলে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
হাসনাত আবদুল্লাহ বলেন, পাঁচটি বা ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান করছি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে। একইভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও এনসিপি থাকতে পারে না।
তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজ ও চাঁদাবাজ তাদের হাত গুঁড়িয়ে দিয়ে পুলিশে দিন।
এনসিপির যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদের সভাপতিত্বে সমাবেশে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
গণইফতারে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব রাশেদুল ইসলাম প্রমুখ।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২০ মার্চ ২০২৫