ওসমান হাদির হত্যার বিচার দাবি করে দেশব্যাপি বিক্ষোভ ও দোয়া-মোনাজাতের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর এ কর্মসূচি পালিত হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বৃহস্পতিবার রাতে অফিশিয়াল ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করেন।
পোস্টে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে এবং তার রুহের মাগফেরাত কামনায় দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল করা হবে।
ওসমান হাদির শহিদী মৃত্যু ঘটে ১৮ ডিসেম্বর। ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পর গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় তার ওপর গুলি চালানো হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয় কিন্তু সেখানেও তার জীবন রক্ষা করা যায়নি।
২৬ ডিসেম্বর ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur