Home / সারাদেশ / টিসিবির তালিকায় নতুন তিন পণ্য বিক্রি শুরু
TCB-----

টিসিবির তালিকায় নতুন তিন পণ্য বিক্রি শুরু

নিয়মিত নিত্যপণ্যের তালিকায় নতুন করে তিনটি পণ্য যুক্ত করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ । এর মধ্যে রয়েছে— গোসলের সাবান, কাপড় কাচা সাবান ও ডিটারজেন্ট পাউডার।

সোমবার ১ ডিসেম্বর থেকে এসব পণ্য বরাদ্দ দেওয়া হয় এবং ১০ ডিসেম্বর পর্যন্ত বিক্রি করা হবে। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, নতুন যুক্ত পণ্যগুলো পরীক্ষামূলকভাবে দেশের পাঁচটি সিটি করপোরেশন—ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহ এবং পাঁচ জেলা— ফেনী,ঝালকাঠি, চট্টগ্রাম, নেত্রকোনা ও নীলফামারীর ৫০ হাজার করে মোট ৫ লাখ উপকারভোগী পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। ভোক্তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সারা দেশে এসব পণ্য বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বর্ণিত পণ্যসমূহ ভর্তুকি মূল্যে নয়, তবে বাজার মূল্যের কমে বিক্রি করা হবে। পাইলটিংয়ের জন্য গোসলের সাবান ১০০ গ্রাম প্যাক প্রতিটি ৪৫ টাকা, ডিটারজেন্ট পাউডার (হুইল) ৫০০ গ্রাম প্যাক প্রতিটি ৬০ টাকা ও লন্ড্রি সোপ ১২৫ গ্রাম প্যাক প্রতিটি ২৩ টাকা করে বিক্রি হবে।

১ ডিসেম্বর ২০২৫
এজি