ঢাকা ও ভারতের জলপাইগুড়ির মধ্যে চলাচলকারী ‘মিতালী এক্সপ্রেস’ ট্রেন আজ উদ্বোধন করা হবে। শনিবার ২৭ মার্চ বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্রেনটি উদ্বোধন করার কথা রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
এর আগে রেলওয়ে সূত্র জানায়,প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা-জলপাইগুড়ি চলাচলকারী ট্রেনটির নাম প্রম্তাব করা হয়েছে ‘মিতালী এক্সপ্রেস’। ভারতের আপত্তি না থাকলে এ নামটিই চূড়ান্ত হবে।
গত রোববার ২১ মার্চ রেলওয়ের পক্ষ থেকে নতুন ট্রেনের প্রস্তাবিত নাম জানানো হয়।
ট্রেনটি উভয় দেশ থেকে সপ্তাহে দু’ দিন করে চলাচল করবে। বাংলাদেশ থেকে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার ট্রেনটি যাত্রা করবে। অন্যদিকে ভারত থেকে রোববার ও বুধবার যাত্রার প্রস্তাব করা হয়েছে। ট্রেনটি পথে কোনো স্টেশনে দাঁড়াবে না।
বর্তমানে দু’দেশের মধ্যে ‘ঢাকা-কলকাতা’ রুটে ‘মৈত্রী’ এবং ‘কলকাতা-খুলনা’ রুটে ‘বন্ধন’ নামে দুটি ট্রেন চলছে।
ঢাকা ব্যুরো চীফ , ২৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur