সারাদেশ

বিএসএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময়

শিক্ষা ক্যাডার ও সামগ্রিক শিক্ষা ব্যাবস্থার মান সমুন্নত রাখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি কুমিল্লা শাখার নেতৃবৃন্দ।

সোমবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় করা হয়।

মতবিনিময় অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন, বিসিএস সাধারন শিক্ষা সমিতির কেন্দ্রিয় সহ-সভাপতি ড. মোহাম্মদ নিজামুল করিম।

লিখিত বক্তব্যে বেসরকারী কলেজ জাতীয়করণ প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি-২০১০ এ বর্ণিত নির্দেশনা আলোকে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের নিয়োগ,পদায়ন, জ্যেষ্ঠতা,পদোন্নতি, পরিচালনা ও চাকুরীর জন্য সতন্ত্র বিধিমালা প্রনয়ণ করার দাবী জানানো হয়।

এছাড়াও বেসরকারী কলেজ জাতীয় করনের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসনঃ “জাতীয় কলেজ সমুহের আওতাভুক্ত কলেজ সমুহের শিক্ষকদের চাকুরীর বদলী যোগ্য হবেনাঃ তাদের চাকুরী স্ব স্ব কলেজে সুনির্দিষ্ট হবে এ নিয়ম মানার দাবী ও জানানো হয়”।

এসময় বিসিএস সাধারন শিক্ষা সমিতির কুমিল্লা শাখার সভাপতি কায়সার আহমেদ,সাধারন সম্পাদক বিজন কুমার চক্রবর্তী ও কেন্দ্রিয় সাংগঠনিক সচিব মশিউর রহমানসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর আলম ইমরুল
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ এএম, ১৭ জানুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share