সারাদেশ

বাউবি’র বিএ ও বিএসএসে ৩ লাখ ৪৪ হাজার অংশ নিচ্ছে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত ব্যাচেলর অব আর্টস (বিএ) ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএসএস) ২০১৭ সালের পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। সিমেস্টারভিত্তিক এতে ৩ লাখ ৪৪ হাজার ৩৫ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

সারাদেশে ২৭৩টি কলেজে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলিতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। শেষ হবে আগামী ১০ আগস্ট।

এদিকে প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে।

বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ১২: ৩৫ পিএম,১১ মে ২০১৮,শুক্রবার
এজি

Share